চান্দিনাশিক্ষাঙ্গন

পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক(প্রবাসী)ছাত্রকল্যাণ পরিষদ এর ভিবিন্ন জনসেবামূলক কাজ।

স্থানীয় প্রতিনিধি(চান্দিনা) মোঃ হোসাইন। 

কুমিল্লা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক(প্রবাসী)ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্দ্যেগে প্রতিমাসে গেয়ারভী শরীফ পালন করা হয় এবং মিলাদুন্নবী(দঃ) পালন করা হয় এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখায়হর উপকরণ প্রদান করা হয় এবং অসহায় গরীব ছাত্রছাত্রীদের কে সাধ্যমত  সাহায্যে ও সহযোগিতা করা হয়। 

 

পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক(প্রবাসী)ছাত্রকল্যাণ পরিষদ এর সদস্য সংখ্যা ৪০ জন। ইতিমধ্যে তাদের কর্মকান্ডে এলাকাবাসীর নজর কেড়েছে এমন,উক্ত পরিষদের প্রধান উপদেষ্টা ও পরিচালনা করেন পানিপাড়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা কাজী মফিজুল ইসলাম এবং সহকারি পরিচালক হিসাবে দ্বায়িত্বে আছেন জনাব মোহাম্মদ উল্লাহ পানিপাড়া,

 

পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক(প্রবাসী)ছাত্রকল্যাণ পরিষদ এর সব সদস্য ভিবিন্ন দেশে কর্মরত আছেন,তাদের এমন উদ্দ্যেগ কে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী,সামনের দিনগুলো আরও গরীব ছাত্রছাত্রীদের সহযোগিতায় এগিয়ে আসবে এই সংঘঠন এবং জনসেবামূলক কাজ করবে,সেজন্য সবাইর কাছে দোয়া কামনা এবং এমন প্রত্যাশা ব্যাক্ত করেন উক্ত সংঘঠনের সদস্য মোঃ ফয়েজুল্লাহ সরকার(চিলোড়া),চান্দিনার সময় পত্রিকার পক্ষ থেকে উক্ত সংঘঠনের সবাইকে ঈদের শুভেচ্ছা  ও অভিনন্দন জানান । 

 

 

    

Close