আন্তর্জাতিকচান্দিনাজাতীয়
বাবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।আইরিন পারভীন
আমার বাবা একজন ভয়াবহ ব্যস্ত মানুষ ছিল। এত ব্যস্ততার মাঝেও সপ্তাহে তিন-চারদিন ফোন করতো। আমার ছেলেদের সাথে যখনই কথা হতো বলতো, “তোমাদের আম্মুকে দেখে রেখো, আম্মুর দিকে খেয়াল রেখো”। আমি ঘরে বাইরে এত পরিশ্রম করি, আমার শরীর ভাল আছে কিনা এই নিয়ে আব্বু খুব দুশ্চিন্তা করতো। আমার যেদিন বিয়ে হলো সেদিন আমাকে জড়িয়ে ধরে আব্বু যে কি কেঁদেছিল, সেই দৃশ্য আমি এখনও ভুলতে পারি না।
মেয়েদেরকে বাবার মতো করে এত নিঃস্বার্থভাবে আর কেউ ভালোবাসে না।
আজ বাবা নেই, মনে হয় কেউ নেই! কেউ আর ফোন করে বলে না -“রিন মা কেমন আছো?”
নামাজে বসলেই আব্বুর কবরটা চোখে ভাসে। আমার বাবা ওখানে কেমন আছে? আল্লাহ্ তুমি আমার বাবাকে ভাল রেখো। সব গুনাহ মাফ করে দিয়ে আমার বাবাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো।
আমার বাবা সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছে। সারা জীবন নিজে সৎ থেকেছে এবং আমাদেরকে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর এবং সৎভাবে জীবন যাপন করার শিক্ষা দিয়েছে।
যতদিন বাঁচবো আব্বুর আদর্শকে বুকে ধারন করেই বাঁচবো।
আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।