জাতীয়রাজনীতিশিক্ষাঙ্গন

““নেতা হতে চাইলে এই গাছটির মতো মনকে বিশাল করো____ওমর ফারুক”

““নেতা হতে চাইলে এই গাছটির মতো মনকে বিশাল করো____ওমর ফারুক”

 

“নেতা হতে হলে,নেতৃত্ব দিতে চাইলে,একজন আরেকজনকে সম্মান দিতে হবে“

 

নেতা শব্দটি আজ আমরা যেখানে সেখানে ব্যবহার করি। নেতা শব্দটি ছোট্ট হলেও এর গুরুত্ব ও তাৎপর্য কিন্তু অনেক বিশাল।

নেতা হতে চাইলে এই গাছটির মতো মনকে বিশাল করো। এই গাছটি যদি নেতা হয়, তাহলে গাছের নিচে বসে আছে যারা ওরা হচ্ছে নেতা তৈরী করার কারিগর। নেতা হতে হলে কর্মীদের স্নেহ, মায়া, মমতা, ও বিশ্বাস করতে হবে। সেই নেতা হতে পারে, যে কর্মীদেরকে বুকে আগলে রাখবে, আশ্রয় দিবে, ছায়া দেবে এবং ভালো ব্যবহার করবে। নেতা হতে হলে কর্মীদের সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। নেতার নেতৃত্বের গুণের উপর দলের সাফল্য নির্ভর করে। নেতা হতে হলে, নেতৃত্ব দিতে চাইলে, একজন আরেকজনকে সম্মান দিতে হবে। একজনের কাছে অন্য জনের মূল্য বোধ থাকতে হবে। তাহলেই আপনি নেতা হতে পারবেন। আর তা না হলে, সারা জীবন পদ পদবীর নাম বয়ে বেড়াবেন, কিন্তু নেতা হতে পারবেন না।

গাছটির মধ্যে নেতার ছবি দেখতে পেলাম, ধন্যবাদ সবাইকে।

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker