চান্দিনাজাতীয়

আপনাদের একটি শেয়ারে হয়তো তার আপনজনরা তাকে পেতেও পারেন।

আজ রাত ১০টার সময় এই অজ্ঞাত মেয়েটিকে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ইউছুফ আলীর বাড়ির গেইটের পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে উদ্ধার করে চান্দিনা সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।  আপনাদের একটি শেয়ারে হয়তো তার আপনজনরা তাকে  পেতেও পারেন।

Close