চান্দিনাজাতীয়

৭ দিনের লগডাউনে বিগত দিনের মত সকল সেবা নিয়ে পাশে থাকবে জয় বাংলা স্কোয়াড চান্দিনা

আগামী ৭ দিনের লগডাউনে বিগত দিনের মত সকল সেবা নিয়ে পাশে থাকবে জয় বাংলা স্কোয়াড চান্দিনা উপজেলা শাখা।

করোনা পরিস্থিতির অবনতি হওয়াতে আগামী সোমবার থেকে ৭ দিনের জন্য বাংলাদেশে লগডাউন ঘোষণা করা হয়েছে , এতে অনেকেই চিন্তায় পড়ে গেছেন,তাই সবার উদ্দেশ্যে জয় বাংলা স্কোয়াড চান্দিনা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউছার আলম আপন, জানান কেউ হতাশ হবার কিছু নেই। সবাই সচেতন থাকুন লগডাউন পালন করুন,আমরা বিগতে দিনে যেমন অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি,চিকিৎসা সেবা দিয়েছি,পরিচয় গোপন রেখে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিয়েছি,তেমনি করে আগামী ৭ দিনের লগডাউনেও সকল প্রকার সেবা নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা জয় বাংলা স্কোয়াডের সকল সদস্যরা,আমাদের জয় বাংলা স্কোয়াড এর প্রধান সমন্বয়ক জনাব ফয়েজ উল্লাহ মানিক ভাইয়ের নির্ধেষক্রমে আমরা সকল সেবা বিগতদিনে যেভাবে প্রদান করেছি তেমনি করে আগামীতেও প্রদান করে যাবো। আমরা মানুষ সেবায় সর্বদায় প্রস্তুত।

Close