দেবিদ্বার
ভিকটিমের স্বামী আসামী মোঃ রবিউল(৩৫) গ্রেফতার ।
#দ্রুত_সময়ের_মধ্যে_অর্ধ_গলিত_পচা_অজ্ঞাতনামা_মহিলা_লাশের পরিচয় সনাক্ত এবং হত্যাকান্ডে জড়িত ভিকটিমের স্বামী আসামী মোঃ রবিউল(৩৫) গ্রেফতার ।
কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় যে প্রত্যয় ব্যক্ত করেছেন এরই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবিদ্বার সার্কেল, কুমিল্লা ও অফিসার ইনচার্জ, দেবিদ্বার থানার তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) ওমর ফারুক, এসআই(নিঃ) আলমগীর সঙ্গীয় ফোর্সসহ গত ২৪/০৪/২০২১ ত দুপুর ১২.৩০ ঘটিকা হইতে ২৯/০৪/২০২১ তারিখ ০৫.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে দেবিদ্বার থানাধীন বানিয়াপাড়া গ্রামে ০৪ তলা বিল্ডিং এর ফ্লাটের ভেতর হত্যা করে তালাবদ্ধ অবস্থায় ফেলে যাওয়ার সংবাদ প্রপ্তির ১২ ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা অর্দগলিত পচা মহিলার লাশের পরিচয় সনাক্ত এবং হত্যাকান্ডে জড়িত ভিকটিমের স্বামী আসামী মোঃ রবিউল(৩৫), পিতা- আব্দুস সালাম প্রঃ শাহ আলম, গ্রাম- ওয়াহেদপুর, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লাকে মুরাদনগর থানা এলাকায় অভিযান চালিয়ে
গ্রেফতার করা হয় ।
উল্লেখ্য যে হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তারকৃত আসামি হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।