নারী ও শিশু

জ্বর হওয়ায় পাউরুটি খেয়ে হসপিটালে অাটদিন কাটালেন দুই দম্পতি! নিজের কন্যা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেননি “মা”

জ্বর হওয়ায় পাউরুটি খেয়ে হসপিটালে অাটদিন কাটালেন দুই দম্পতি! নিজের কন্যা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেননি “মা”

 

এমডি আজিজুর রহমানঃ বরুড়ার খোশবাস (দঃ) ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা ছানা উল্লাহ প্রস্রাবের ইনফেকশন থেকে জ্বরে অাক্রান্ত হন। তিনি বরুড়ার একটি প্রাইভেট হসপিটালে কয়েকদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য হসপিটাল থেকে ছাড়পত্র নেন। 

 

বাড়ী থেকে খবর অাসে বাড়ি লকডাউন দেওয়া হয়েছে ওরা বাড়ীতে ঢুকতে পারবে না। বিভিন্নভাবে হুমকি অাসায় এবং থাকার জায়গা না পেয়ে পুনরায় হসপিটালে ভর্তি হয়ে থেকে যান।

 

ছানা উল্লার স্ত্রী তানজিনা জানান, লকডাউনের কারনে কেউ খাবার নিয়ে বাড়ি থেকে অাসতে না পারায় অাজকে ৮ দিন হসপিটালে শুধু পাউরুটি খেয়ে কাটিয়েছেন। তার দুধের শিশু বাড়িতে থাকায় বুকের দুধ খাওয়াতে পারছেন না। তিনি চেয়ারম্যানের সাথে কথা বলার পরেও বাড়ীতে প্রবেশের বিষয়ে সম্মতি পাননি। এবং তার পরিবারের লোকজন অাজ দুইদিন না খেয়ে রয়েছে। সম্ভব হলে খাদ্য সামগ্রী নিয়ে তার পরিবারের পাশে দাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অাঃ রব জানান, তিনি এ বিষয়টি অবগত নন। তবে অাজ রাতে ওনাকে ছানা উল্লার শশুর ফোন করে বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি তাদেরকে সহযোগিতা করবেন বলে সাংবাদিকদের জানান।

 

(সামাজিক কোন সংগঠন যদি তাদের পাশে দাড়াতে চান তাহলে ০১৮৩৯-৫৪৪৫৫১ নম্বরে যোগাযোগ করতে পারেন। অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না।)

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker