জাতীয়নারী ও শিশু

আপনার একটি শেয়ারের কারণে হয়তো তাকে খোঁজে পাওয়া যাবে।

আপনার একটি শেয়ারের কারণে হয়তো তাকে খোঁজে পাওয়া যাবে।

কুমিল্লা চান্দিনার১২ নং বরকরই ইউনিয়নের বরকরই দঃ পাড়া  মরহুম আব্দুল হক মেম্বারের স্ত্রী  মোসাঃ তাহেরা বেগম হারিয়ে যায়,প্রকাশ থাকে যে সে মানষিক রুগী  গত ১৮/০৪/২০২০ ইং শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

তাকে কোন হৃদয় বান ব্যক্তি যদি তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্মে নাম্বারে যোগাযোগ করে তাকে তার পরিবারের কাছে

হস্তান্তরিত করার বিনীতভাবে আহবান করা গেলো,যোগাযোগ মোবাইল 01859439620///01814862058,

তার ছেলের নাম মোহাম্মদ মোনাইম হক আপনার একটি শেয়ারের কারণে হয়তো ছেলে তার মাকে ফিরে পাবে, মেয়ে তার মাকে ফিরে পাবে, নাতি তার নানিকে ফিরে পাবে, প্লিজ সবাই শেয়ার করুন।

Close