চান্দিনা

চান্দিনায় ৪০০ ইয়াবাসহ আসমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক

আকিবুল ইসলাম হারেছ,চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় ৪০০ ইয়াবাসহ আসমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

সোমবার (২রা মার্চ) সাড়ে ৩ টার সময় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.মনিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের তীরচর এলাকা থেকে তাকে আটক করে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম  জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানেরই অংশ হিসেবে আজ দুপুরে ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় ৪০০ ইয়াবাসহ ওই মহিলাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker