রাজনীতি
চান্দিনায় উপজেলা নির্বাচনঃ দ্বি’মুখী লড়াইয়ে আ’মীলীগ;ছাড় দিতে রাজি নয় কোন প্রার্থী

চান্দিনায় উপজেলা নির্বাচনঃ
দ্বি’মুখী লড়াইয়ে আ’মীলীগ;ছাড় দিতে রাজি নয় কোন প্রার্থী
আকিবুল ইসলাম হারেছঃ
চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটের লড়াই জমে উঠেছে, ছাড় দিতে রাজি নয় কেউ কাউকে। ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন। প্রতিশ্রুতি আর জনসংযোগের প্রতিযোগিতা চলছে প্রার্থীদের মাঝে। চতুর্থ ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র কয়েক দিন।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী বড় রাজনৈতিক দল বিএনপি নেই ভোটের মাঠে। ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহের দেখা মেলেনি এখনো।চান্দিনার যেসব ইউনিয়নগুলোতে ভোট হবে সেসব এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তাদের ব্যতিক্রমী মতামত। অনেকেরই দাবী “এক দলেরই লোক, মার্কা ভিন্ন ভোট দিলেই কি না দিলেই বা কি। তারাই তো জয়ী হবে”। ইতিমধ্যে কুমিল্লার ৫টি উপজেলায় নৌকার একক প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন তারা।
কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলায়। নেতাকর্মীদের আলোচনা সমালোচনা ও প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রধান বিরোধীদল না থাকলেও এখানে আওয়ামীলীগের বিরোধী আওয়ামীলীগ। এ উপজেলায় আ.লীগ মনোনীত নৌকা প্রতীকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
উপজেলার রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, দুজনেই আওয়ামীলীগের রাজনীতিতে সমান প্রভাবশালী। উপজেলার রাজনীতিতে পরিচ্ছন্ন ও প্রবীণ রাজনীতিবিদ দু’জনই।
এদিকে বাংলাদেশ সরকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি’র সরাসরি সমর্থন ও নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তপন বক্সি ভোটারদের মন জয় করেছেন অনেকটাই। তা ছাড়া আওয়ামীলীগের নৌকা প্রতীক ও রয়েছে মুখ্য হিসেবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তপন বক্সি ছুটছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। প্রতিদিনই একাধিক মিছিল মিটিং জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার সমর্থকরা।
অপরদিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপাল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ও থেমে নেই। দলীয় মনোনয়ের আশায় দীর্ঘদিন ধরেই আ.লীগের সাংগঠনিক কার্যক্রম সহ নেতাকর্মী ও উপজেলার রাজনৈতিক অঙ্গনে ছিলেন সরব। দলীয় মনোনয়ন বঞ্চিত এ নেতা উপজেলার তৃণমুল নেতাকর্মীদের বিশাল একটি অংশ সহ বেশকিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রাজনৈতিক কারনেই নৌকা ও আওয়ামীলীগ বিরোধীদের জোড়ালো সমর্থন তিনিই পাচ্ছেন। আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের বড় একটি অংশের সমর্থনপুষ্ট এ প্রার্থী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছের উপজেলার ১৩টি ইউনিয়ের ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনী সভা, সমাবেশ, মিছিল ও মিটিংয়ে রাতদিন পার করছেন ব্যস্ততায়।
বিএনপি জোট নির্বাচনে অংশ না নিলেও রাজনৈতিক অঙ্গনে ভোটের উত্তাপ ভালই ছড়িয়েছে এ অঞ্চলে । উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী দুই নেতার প্রার্থীতার কারনে দলের নেতাকর্মীরা এখন অনেকটাই দুই ভাগে বিভক্ত বলা যায়।প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গনসংযোগ ও উঠান বৈঠক। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলে মাইকিং। এসব মাইকিংয়ে প্রার্থীদের পক্ষে বাজছে নানা ধরণের গান।এছাড়াও এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা। প্রার্থীদের কর্মী সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের পক্ষে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের তেমন আগ্রহ না থাকলেও চায়ের দোকানের রাজনৈতিক আলাপে ভোটের হিসাব কষছেন এলাকার অনেকেই। রাজনীতির সাথে জড়িত ছোট বড় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এ নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রচার প্রচারণারও কমতি নেই। উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ মাইকিং, পোষ্টার ব্যানার দেখেই তা বোঝা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সহ থানা পুলিশের সাথে কথা বলে জানা গেছে , শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ সহ ভোটারদের শান্তিপূর্ণ ভোট দান নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেয়া হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা বা কারচুপি করার কোন সুযোগ নেই।ভোটের শান্তি বিঘ্নিত বা বিশৃঙ্খলার কোনরুপ চেষ্টা করলে সে যেই হোক না কেন কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে ওপর মহলের। প্রতিটি কেন্দ্রেই থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সুষ্ঠ ভোটে প্রার্থীদের সকলেই নিজেদের জয়ের ব্যাপারে সমান ভাবে আশাবাদী। আওয়ামীলীগ বনাম নৌকা কিংবা আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের এ লড়াইয়ে কে হচ্ছেন চান্দিনা উপজেলা পরিষদ