কুমিল্লা সদর দক্ষিণ
বরুড়ার সন্তান, এসপি শাহাদাত হোসেন পেলেন শুদ্ধাচার পুরস্কার
বরুড়ার সন্তান, এসপি শাহাদাত হোসেন পেলেন শুদ্ধাচার পুরস্কার
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে গত ২৮শে জুন পুলিশ বিভাগের ক্যটাগরিতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বরুড়ার সন্তান, এসপি মোঃ শাহাদাত হোসেন। মোঃ শাহাদাত হোসেন বরুড়া উপজেলা পয়লাগাছা ইউনিয়নের সুদ্রা মজুমদার বাড়িতে ১৯৭৭ সালে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মোঃ লুৎফুর রহমান মজুমদার।মি. শাহাদাত পুরস্কার প্রাপ্তিতে বলেন, অর্থবছরের শেষ কার্যদিবসে এমন একটি সম্মানজনক পুরস্কার পেয়ে নিজেকে সত্যি সত্যিই ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। সকলের নিকট দোয়া কামনা করছি সামনের দিনগুলোতে আমি যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হই।
মোঃ শাহাদাত হোসেন ২০০৬ সালে ২৫ তম বিসিএস এর মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে এএসপি হিসেবে কর্ম জীবনে যোগদান করেন। তারপর ২০১৩ সালে প্রমোশন হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়ে লালমনিরহাট জেলা এবং ২০১৮ সালে পিবিআই, ঢাকা মেট্টো দক্ষিনে পুলিশ সুপার পদে যোগদান করেন। ২০২০ সালে বদলী সূত্রে পুলিশ সুপার হিসেবে পিবিআই, কিশোরগঞ্জ জেলায় যোগদান করে অদ্যবধি কর্মরত আছেন। মোঃ শাহাদাত হোসেন ২০১২ ও ২০১৬ সালে ইউএন মিশন হাইতিতে কর্মরত ছিলেন।বরুড়া উপজেলা সুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দিয়ে শিক্ষাজীবন শুরু করেন। তারপর ১৯৯২ সালে সুদ্রা হাই স্কুল থেকে এসএসসি ও চাঁদপুর শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স-মার্স্টাস শেষ করেন। তিনি দুই পুত্র সন্তানের জনক।