চান্দিনা

নির্দেশনা মেনে আমাদের সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

সম্মানিত চান্দিনা উপজেলাবাসী,

একটু গভীরভাবে চিন্তা করুন। দেবিদ্বার উপজেলায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চান্দিনার পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় তাদের অধিকাংশ বাসিন্দা চান্দিনা বাজারে ব্যবসা বা অন্যান্য কারণে এ উপজেলায় যাতায়াত করে।

কিন্তু, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে চান্দিনা বাজার ও আশেপাশের আক্রান্ত এলাকাসমূহ প্রশাসন কর্তৃক লকডাউন করায় গতকিছুদিন যাবত চান্দিনায় নতুনভাবে কোন আক্রান্ত নেই। এ থেকে বোঝা যায়, চান্দিনা বাজার ও অাশেপাশের রাস্তাসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত কতটা সূদূঢ়প্রসারী। রেডজোনকৃত এলাকায় গৃহীত ব্যবস্থা শিথিল করলে আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে পারে মর্মে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির অধিকাংশ সদস্য এবং সম্মানিত জনপ্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেছেন। ফলে, আরো কিছুদিন আমাদের গৃহীত ব্যবস্থা কঠোরভাবে বজায় রাখার কোন বিকল্প নেই। কিছু দিন ধৈর্য্য ধরতে পারলে হয়ত লক্ষ প্রাণের নিরাপত্তা বিধান সম্ভব হবে।

যেহেতু, জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় বসুন্ধরা শপিংমল,যমুনা ফিউচার পার্ক বা কুৃমিল্লা দোকান মালিক সমিতি ইতোঃমধ্যে তাদের শপিংমল ও মার্কেটসমূহে ঈদের সমস্ত বেচাকেনা বন্ধ রেখেছেন। আমাদেরও চান্দিনার মানুষকে বাঁচাতে রেডজোন ঘোষিত এলাকার বাজারের দোকান-পাট বন্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আশা করি, নির্দেশনা মেনে আমাদের সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

জনসেবায় প্রশাসন। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম

 

 

Close