দেবিদ্বার

কুরছাপে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা

 

মো. আবদুল বাতেন

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার ১২ (এপ্রিল) সকাল ৯ টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত কুরছাপ উচ্চ বিদ্যালয়ে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

এসময় তিনজন ডাক্তার ও তাদের সহকর্মীদের সহযোগীতায় ২৫৪ জন চক্ষু রোগীর প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তাদের মধ্যে থেকে ৭১ জন ছানী রোগীকে বাছাই করে অপারেশনের জন্য কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

 

অগ্রদূত কর্মজীবি কৃষি সমবায় সমিতির ব্যবস্থাপনা ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লা‘র পরিচালনায় এই চিৎকিসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ।

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker