
নেতৃবৃন্দদের প্রত্যেক অসহায় পরিবারের ঘরে ত্রাণ পৌছানোর নির্দেশ অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়।
চান্দিনায় বিভিন্ন এলাকার মধ্যে ত্রান দেওয়া হচ্ছে হতদরিদ্র অসহায় দিনমজুর রিক্সা সিএনজি চালকদের চান্দিনার আওয়ামীলীগের নেত্ববৃন্দকে প্রত্যেক অসহায় মানুষের ঘরে ত্রান পৌছে দেওয়ার নির্দেশ প্রদান করের গনমানুষের নেতা,চান্দিনা উন্নয়নের কারিগর, বিশিষ্ট সমাজসেবক দানবীর চান্দিনা আপাম জনগনের দুঃখ সুখের নিবেদিত নেতা জনাব আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী আশরাফ।
এবং তিনি আহবান করেন চান্দিনার সম্মানিত জনগণ কে সবাই যেন বাড়িতে অবস্থান করেন এবং সরকারের দিকনির্দেশনা মেনে চলেন।