শিক্ষাঙ্গন
চান্দিনায় প্রতি বছরের ন্যায় এবারও শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরিক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।

চান্দিনায় প্রতি বছরের ন্যায় এবারও শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরিক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।
মোঃ হোসাইন আহমেদ
কুমিল্লা-চান্দিনা প্রতিনিধি:
চান্দিনায় প্রতি বছরের ন্যায় এবারও শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরিক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।গতকাল ১৪/১২/২০১৮ ইং সকাল নয়টায় সারা বাংলাদেশের ন্যায় ছায়কোট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধেরেরা হযরত শাহজালাল (রা) সুন্নিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসায় বৃত্তি পরিক্ষাটি অনুষ্ঠিত হয়।চান্দিনার দুই কেন্দ্রে ২য় শ্রেণী থেকে ৮ম শ্রেণীর ৩৮২ জন শিক্ষার্থী পরিক্ষা দেয়।উক্ত পরিক্ষার হযরত শাহজালাল (রা) সুন্নিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসার কেন্দ্র প্রধান ছিলেন মুজাম্মেল হক সুমন এবং ছায়কোট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রধান ছিলেন ওহিদুজ্জামান স্যার।বৃত্তি পরিক্ষার দুই কেন্দ্রের পরিচালক সাদ্দাম হোসেন সাবের,উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন এবং কেন্দ্র সচিব জনাব মো: জালালউদ্দিন,পর্যবেক্ষক: মাঃ মোঃ তোফাজ্জল হোসাইন জনাব মো: আব্দুস সালাম, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড ছায়কোট, চান্দিনা পোরসভা, জনাব মো : আব্দুল জলিল, সাবেক কাউন্সিলর, ৭ নং ওয়ার্ড, মোহাম্মদ হোসেন সভাপতি ছায়কোট সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাফেজ মাহফুজুর রহমান রেজভী, আলহাজ্ব আব্দুল কুদ্দুস রেজভী, জনাব আবুল কাশেম মাষ্টার।সার্বিক সহযোগিতা করেন মোঃ হোসাইন আহমেদ, মোঃ মাসুম বিল্লাহ,মোঃ সোহান সহ আরো অনেকে।





