চান্দিনা
চান্দিনা বরকইটে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে এম.পি

চান্দিনা বরকইটে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে এম.পি
।। মো. আবদুল বাতেন।।
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে চান্দিনা উপজেলায় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বৃহস্পতিবার (২০ মে) কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নে সহ বিভিন্ন প্রান্তঘুরে তিনি ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করে উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, চান্দিনা পৌরসভা চেয়ারম্যান মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, চান্দিনা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জলিল, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র সিএইচ নিউজ