জাতীয়

চান্দিনা উপজেলার কামারখোলা- টু- চিলোড়া এওয়াজবন্দ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

 

চান্দিনা উপজেলার কামারখোলা- টু- চিলোড়া এওয়াজবন্দ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

রিপন আহমেদ ভূঁইয়া।

কুমিল্লার চান্দিনা উপজেলার কামারখোলা -টু- চিলোড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দও।

৫ মার্চ শনিবার দুপুরে চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ সেলিম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম,কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, চান্দিনা পৌরসভার কাউন্সিল মো. আবু কাউছার, বারেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.সেলিম ভূঁইয়া, এতবারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিমাই মজুমদার।

প্রধান অতিথি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, ১ কোটি ৮০ লাখ টাকা রাস্তার উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে প্রশাসন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এবং কোন প্রকার দুর্নীতি ছাড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন ।

পূর্বে প্রধান অতিথি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় চান্দিনা থানা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২তম বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন।

Close