
চুয়াডাঙ্গায় ভিডিও কলের সময় স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরিফুল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্য। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পাশে উসমান গনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নে সিপাহি হিসেবে দায়িত্ব পালন করেন।
চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার সঞ্জয় চৌধুরী জানান, আরিফুল ইসলামের পরিবার ব্যাটালিয়নের পাশে একটি ভাড়া বাসায় থাকত। বৃহস্পতিবার তিনি এবং তার পরিবার গ্রাম পরিষদ পরিদর্শন করেন। ছুটি শেষে রবিবার একাই ভাড়া বাসায় ফিরে আসেন এই আনসার সদস্য। প্রথমবারের মতো আমরা জানতে পারি, আরিফুল তার স্ত্রীর সঙ্গে পরকীয়া করছেন। এরই জের ধরে তিনি ভিডিও কলের মাধ্যমে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, পারিবারিক কলহের জেরে ওই আনসার সদস্য আত্মহত্যা করেছেন। রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।