আন্তর্জাতিক
পশ্চিমা ৭ রাষ্ট্রদূতদের ধুয়ে দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন!

পশ্চিমা ৭ রাষ্ট্রদুতদের শিষ্টাচার মেনে চলতে বললেন পররাষ্ট্রমন্ত্রীঃ-
পশ্চিমা ৭ রাষ্ট্রদূতদের ধুয়ে দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন!
রাষ্ট্রদূতবৃন্দ এদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্যে(!) সরাসরি টুইট করেছিলেন যা পররাষ্ট্রমন্ত্রী পছন্দ করেননি।
তিনি বলেন, এসব মতলব সুবিধার না। পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রদূতদের জটলা করে এমনভাবে বিবৃতি দিতে দেখিনি। এটা কুটনৈতিক শিষ্টাচার না। আমি খুব খুশি হতাম উনারা যদি জটলা করে বলতেন রাখাইনে যুদ্ধ হচ্ছে এখনই তা বন্ধ করা উচিৎ।
ডক্টর মোমেন বলেন, রাষ্ট্রদূতদের যদি কোনো অভিযোগ থাকে তবে তা প্রটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয় কে জানাতে পারতেন। কিন্তু সেটা না করে তাঁরা রাজনৈতিক মহড়ায় চলে গেছেন, প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন। উনারা কি এদেশে রাজনীতি করবেন? নির্বাচন করবেন? নাকি অন্য কিছু করতে চান?
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কে ধন্যবাদ। তিনি চমৎকার ভাবে কুটনীতিকদের শিষ্টাচার মনে করিয়ে দিলেন। তাঁর প্রতিটি শব্দের সাথে আমি একমত। বিদেশি রাষ্ট্রদূতদের সীমা লংঘন কোনোভাবেই মেনে নেয়া যায় না।





