চান্দিনা

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দীন বলেন “করোনা ভাইরাস” সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন

নিম্মে দেওয়া এই নির্দেশনা গুলো মেনে চলুন।

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দীন বলেন “করোনা ভাইরাস” সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন 

 

নিম্মে দেওয়া এই নির্দেশনা গুলো মেনে চলুন।

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দীন বলেন “করোনা ভাইরাস” সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। মাস্ক ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজেশন ও সাবান দিয়ে হাত মুখ ধৌত করুন। করোনায় আক্রান্ত হলেও মানসিকভাবে ভেঙ্গে পরবেন না। মনোবল মজবুত রাখবেন। বেশী বেশী গরম পানি ও লবন ফুটানো পানি দিয়ে গড়গড়া করবেন। মশলা, আদা, লবঙ্গ ও তেজপাতা দিয়ে গরম পানি করে ভাপ নিবেন। প্রয়োজনে হ্যালো ফিফটি ওয়ান সেচ্ছাসেবী টিমের সহযোগিতা গ্রহণ করবেন। মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের কৃত অপরাধের মার্জনা কামনা করে প্রার্থণা অব্যাহত রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলুন। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

◼️ জনবহুল এলাকা পরিহার করুন।

◼️ অতিপ্রয়োজন ব্যতীত বাহিরে ঘুরাফেরা বন্ধ করুন।

◼️ নিজের ছেলেমেয়েদের ঘরে থাকতে বলুন।

◼️ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

◼️ বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন।

◼️ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

◼️ জ্বর সর্দি কাশি ঠান্ডা জনিত সমস্যা হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং মাস্ক ব্যবহার করুন।

◼️ নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করুন।

◼️ মনে রাখবেন এই দেশটা আমার ‌আপনার আমাদের সকলের। এই বিপদের মুহূর্তে পরিষ্কার পরিছন্নতা যেমন দরকার , ঠিক তেমনি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের সবাইকে এই মরণব্যাধি রোগ থেকে হেফাজত করেন। আমিন।আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ভরসা রাখুন আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য!!!ঘরে থাকুন সুস্থ থাকুন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker