চান্দিনা

চান্দিনা মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

চান্দিনা মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

 

।। মো. শরীফুল ইসলাম।।

 

কুমিল্লার চান্দিনা মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান হয়। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

 

অনুষ্ঠানে চান্দিনা মহিলা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।

 

অনুষ্ঠানে অধ্যাপক মো. হেদায়েত উল্লাহ’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক মো. এনায়েত উল্লাহ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন, তাসলিমা বেগম, মোস্তফা কামাল, খলিলুর রহমান, নাজমা আক্তার, জাহাঙ্গীর আলম, প্রভাষক মীর আবদুর রাজ্জাক রাজু, ইসরাত জাহান সুমি, আবু হানিফ, আকতার আহমেদ শাহিন, শিক্ষার্থী মাহফুজা আক্তার, সানজিদা আকতার,  অনিশা রানী দাস, সুমাইয়া আকতার প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker