চান্দিনা
এন এইচ নাসির মুন্সি ‘মেম্বার’ পার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন চান

কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড এর সকলের ভালোবাসায় সিক্ত চান্দিনার গন মানুষ এর নেতা জনাব আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি এবং এবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মুন্তাকিম আশরাফ টিটু সাহেব এর আস্থাভাজন মাইজখার ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর ভোমরকান্দি গ্রামের সন্তান, চান্দিনা উপজেলা যুবলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য, যুবসমাজের অহংকার জনাব এনএইচ নাসির মুন্সি।
চান্দিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জনাব এনএইচ নাসির মুন্সি বলেন আসছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জননেতা মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট দানবীর, শিল্পপতি, ৯নং মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সফল দুই দুইবার নির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব জামাল উদ্দিন এবং আমি এন এইচ নাসির মুন্সি ‘মেম্বার’ পার্থী হিসেবে সকলের নিকট দোয়া চাই এবং আমার ওয়ার্ড বাসির দোয়া ও ভালোবাসা চাই। তিনি আরো বলেন, আমি আমার মাতৃত্বের সেবায় সবসময় অটল থাকতে চাই।
এনএইচ নাসির মুন্সি সর্বসাধারণ কে আহ্বান করে বলেন, আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ অযথা বাহিরে যাবেন না এবং বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।