লাইফস্টাইল

হোম আইসোলিশনে’ বাবা। তার রুমে প্রবেশ নিষেধ। কিন্তু বাবার কাছে যেতে অবুঝ শিশুটির কান্না

‘হোম আইসোলিশনে’ বাবা। তার রুমে প্রবেশ নিষেধ। কিন্তু বাবার কাছে যেতে বা তাকে দেখতে তিন বছর বয়সী বাচ্চার কান্না মায়ের কাছে। কোনো কিছুতেই বুঝতে চায় না সে। বন্ধ দরজার সামনে বসে এ কান্নার শব্দ বাবার কানে পৌঁছায়! অবশেষে দরজা খুলে দিলে, সেখানে দাঁড়িয়েই বাবাকে দেখা…! এবং বাবাকে সে বলে, “বাবা ইট্টু আমি আসি তোমার কাছে, ইট্টু আসি! ইট্টু পরই চলে যাব”! বাবার চোখে জল গড়িয়ে পড়ে…।হয়তো এ পথে আমি ও যাএী হয়ে যাবো বা আপনি

(হে “আল্লাহ্”আপনি আমাদের এই মহামারি করোনা ভাইরাস  থেকে হেফাজত করুন””আমিন””)

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker