আন্তর্জাতিকজাতীয়দেবিদ্বারলাইফস্টাইল
US বাংলা সাহিত্য সম্মেলন সম্মাননা পুরস্কারে ভূষিত হচ্ছে কবি মো.মতিউর রহমান মাসুম
US বাংলা সাহিত্য সম্মেলন সম্মাননা পুরস্কারে ভূষিত হচ্ছে কবি মো.মতিউর রহমান মাসুম
নিউজ ডেক্সাঃ
বর্তমানে দেশের স্বনামধন্য সাহিত্য সংগঠন US বাংলা সাহিত্য সম্মেলন আগামি ২৬ ডিসেম্বর সিলেটের মুসলিম সাহিত্য কেন্দ্র দেশের নবীন প্রবিন লেখকদের মধ্যে থেকে ১০০ জন সেরা কবিদের হাতে US বাংলা সাহিত্য সম্মাননা পুরস্কার প্রদান করতে যাচ্ছে। সম্মানিত বিচারক মন্ডলীর রায়ে কবি মো.মতিউর রহমান মাসুম কে উক্ত সম্মাননা প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। লেখকের প্রকাশিত কাব্য গ্রন্থ সমূহ “ধূসর কাব্য ” (যৌথ কাব্য)
একশ প্রেমের কবিতা(যৌথ কাব্য) প্রবন্ধ গ্রন্থ-ঐকতান প্রবন্ধ)(যৌথ) বায়ান্ন থেকে একাত্তর মুক্তি যুদ্ধ ভিত্তিক যৌথ কাব্য।এর আগে লেখক নবীন প্রবীন সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ কর্তৃক আয়োজিত ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুনীজন সম্মাননা পুরস্কার ভূষিত হন।লেখকের বিশেষ সহযোগিতায় উন্নয়নের মহাসড়কে শেখ হাসিনা বইটি প্রকাশিত হয়।লেখক Lost of Nature নামে ইংরেজি কবিতায় ও লিখেছেন।লেখক সকলের দোয়া প্রার্থী।