কুমিল্লা সদর দক্ষিণ
আজ বরুড়া ৬ন করোনাভাইরাসে আক্রান্ত

আজ বরুড়া ৬ন করোনাভাইরাসে আক্রান্ত
ইলিয়াছ আহমেদঃ আজ ১২ই জুন (শুক্রবার) বরুড়া উপজেলা ৬ জনের করোনা পজেটিভ এসেছে। গত ৩ জুন ১১ টি নমুনা পরীক্ষা করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ১০ টি রিপোর্ট আসে।এর মধ্যে ৬ টি পজিটিভ ও ৪ টি নেগেটিভ রিপোর্ট আসে। পজেটিভরা হলেন ঝলমের পারভিন আক্তার, একই পরিবারের আয়মান। ঝলমের মন্তু মিয়া ও আফরিন আনজুম। আগানগর ইউনিয়ন বাড়াইপুর গ্রামের শহিদুল ইসলাম।
পুনরায় বরুড়া সরকারী হসপিটালের স্টাফ মাহমুদুল হাসান পাটোয়ারীর রিপোর্ট টি আবার ও পজেটিভ এসেছে।





