কুমিল্লা সদর দক্ষিণ

করোনায় মৃত বরুড়ার পিলগিরীতে আবু সায়েম পাটোয়ারীর জানাযা ও দাফন সম্পন্ন

করোনায় মৃত বরুড়ার পিলগিরীতে আবু সায়েম পাটোয়ারীর জানাযা ও দাফন সম্পন্ন

 

মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আডডা ইউনিয়নের পিলগিরী পাটোয়ারী বাড়ি নিবাসী, পিলগিরী বাজারের ব্যবসায়ী আবু তাহের পাটোয়ারীর সহোদর ভাই করোনায় মৃত আবু সায়েম পাটোয়ারীর জানাযা ও দাফন আজ রবিবার সকাল ৯টায় সম্পন্ন হয়েছে। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং আড্ডা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরীর উপস্থিতিতে বরুড়া স্বেচ্ছাসেবী টিমের সহযোগিতায় জানাজা ও দাফন কাজ সম্পন্ন হয়েছে। এ সময় সেচ্ছাসেবী টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ছাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, হাফেজ মুহাম্মদ নাছির হোসেন, মুহাম্মদ শহিদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মোক্তার হোসেন, গাজী মুহাম্মদ ইমরান প্রমুখ। জানা যায়, বরুড়া স্বেচ্ছাসেবী টিমের করোনা পরিস্থিতিতে এটি ছিল অষ্টম জানাযা। গতকাল শনিবার কুমিল্লা মেডিকেলে আবু সায়েম পাটোয়ারী মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর পর তার গ্রামের বাড়ি পিলগিরীতে আজ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনায় মৃত আবু সায়েম পাটোয়ারী ঢাকা লালবাগ থাকতেন বলে জানা গেছে।

সূূত্র বরুড়ার কথা

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker