কুমিল্লা সদর দক্ষিণ

আজ নতুন করে বরুড়া ৩জন করোনাভাইরাস আক্রান্ত

আজ নতুন করে বরুড়া ৩জন করোনাভাইরাস আক্রান্ত

 

ইলিয়াস আহমেদ, সিনিয়র সাংবাদিকঃ  আজ ৪ জুন ২০২০ ইং কুমিল্লা বরুড়া উপজেলা ৩ জনের করোনা পজেটিভ এসেছে।  বরুড়া সরকারি  কলেজ সংলগ্ন বাসার রিনা আক্তার, তার ছেলে মাহমুদুল ইসলাম এর করোনা পজেটিভ। তারা  সোনালী ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোঃ নুরুল ইসলাম এর স্ত্রী ও সন্তান। উপজেলার খোশবাস উঃ ইউনিয়ন রামমোহনের গোপাল নগর গ্রামের মোঃ  হারুনুর রশিদ করোনা পজিটিভ এসেছে। হারুনুর রশিদ ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে বাড়িতে এসেছে।  আজ বরুড়া উপজেলা মোট ৭ টি রিপোর্ট এসেছে। ৩ টি পজিটিভ ও ৪ টি নেগেটিভ।

সূত্র বরুড়ার কথা

Close