দেবিদ্বার

দেবিদ্বারের আজ নতুন মোট ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

দেবিদ্বারের আজ নতুন মোট ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

 

ভানী ২ জন (পুরুষ ১, মহিলা ১)

দাড়িয়াপুর ১ জন পুরুষ

ছোট আলমপুর  ১ জন মহিলা

পূর্ব ফতেহাবাদ ১ জন পুরুষ

আবদুল্লাপুর ১ জন পুরুষ

বারেরা ২ জন পুরুষ

আলিয়াবাদ ১ জন পুরুষ

মরিচাকান্দা ১ জন পুরুষ

ধামতী ১ জন পুরুষ

রামপুর ১ জন মহিলা

দেবিদ্বার পৌর এলাকার ৩ জন (পুরুষ ২, মহিলা ১)

এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন করোনা যোদ্ধা যারা আজকে পজিটিভ হয়েছেন  তারা হলেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ১ জন ও আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনকারী ২ জন  (সিনিয়র স্টাফ নার্স ১ জন এবং ওয়ার্ড বয় ১ জন)।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker