কুমিল্লা সদর দক্ষিণ

খোশবাস মস্কিপুর গ্রামের সিএনজি চালকের আকস্মিক মৃত্যু !

খোশবাস মস্কিপুর গ্রামের সিএনজি চালকের আকস্মিক মৃত্যু !

ইউনুছ খানঃ বরুড়া উপজেলার খোশবাস (উঃ) ইউপির মস্কিপুর গ্রামের সি এন জি ড্রাইভার মোঃ জসীম এর আকস্মিক মৃত্যুতে স্তব্দ মস্কিপুর বাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৩০মে) দুপুর বেলা বাঁশতুলি বাজার থেকে সি এন জি যোগে যাত্রী নিয়ে বরুড়া বাজারে যান। সেখানে যাত্রী নামানোর কিছুক্ষণ পর দাঁড়ানো থেকে নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান। তাৎক্ষণিকভাবে বরুড়া সরকারী হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তবে ডাক্তারদের ধারণা সি এন জি চালক জসীম স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

জসীমের আকস্মিক মৃত্যুতে তার নীজ গ্রাম মস্কিপুরে নেমে এসেছে শোকের ছায়া। সন্ধ্যা ৬.০০ টার দিকে জসীমের শেষ জায়নামাজ অনুষ্ঠিত হয়েছে

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker