কুমিল্লা সদর দক্ষিণ
বিজরা বাজারের কাপড় দোকানদার মোসলেম করোনা আক্রান্ত

বিজরা বাজারের কাপড় দোকানদার মোসলেম করোনা আক্রান্ত
♦ডেস্ক রিপোর্টঃ আজ লালামাই উপজেলার ৯ নং বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী ( দক্ষিন পাড়া) গ্রামের মোসলেম উদ্দীন এর করোনা ভাইরাস পরিক্ষায় মেডিকেল রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল গত দূ’দিন পূর্বে বাড়িতে চলে আসে বলে জানা গেছে। আজ সন্ধায় স্বাস্হ্য বিভাগ ও পুলিশসহ উপজেলা প্রশাসন জয়শ্রীস্হ মোসলেম উদ্দীনের বাড়ি লকডাউন করেছে । তার বাড়ির সকলের নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য তিনি পার্শ্ববর্তী লাকসাম উপজেলার বিজরা বাজারের( ভাউকসার রোড়ে) কাপড় ব্যবসায়ী।





