জাতীয়রাজনীতিশিক্ষাঙ্গন

আজ কুমিল্লার চান্দিনায় আসছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক!

আজ কুমিল্লার চান্দিনায় আসছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

চান্দিনার সময়ঃঅাজ মঙ্গলবার  (২ সেপ্টেম্বর ) চান্দিনায় আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। তিনি সকাল সাড়ে ৯ টায় রাজধানীর মিন্টু রোডের বাসা থেকে রওয়ানা হয়ে সড়ক পথে চান্দিনা এসে পৌঁছবেন। বেলা সাড়ে ১১টায় তিনি অধ্যাপক আলী আশরাফ এমপি প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা কলেজ পরিদর্শন করবেন।

 

বিকাল ৩টায় তিনি নবনির্মিত চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  উদ্বোধন করবেন। পরে তিনি চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে  মুক্তিযোদ্ধা সমাবেশ ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি।

 

মঙ্গলবার সকালে চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ রেস্ট হাউজ মাঠে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষে চান্দিনা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker