কুমিল্লা সদর

কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আটক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে মোবাইল ফোনে কথোপকথনকারী কুমিল্লার মিলহানুর রহমান নওমির বাবা কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজকেও আটক করেছে ডিবি পুলিশ।

রোববার দুপুরে কুমিল্লা নগরীর উনাইসার গ্রাম থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

সিদ্দিকুর রহমান কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ্ কামাল আকন্দ সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবর্তন ডটকমকে বলেন, মোবাইল ফোনে নওমির কথোপকথনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে (সুরুজ) আটক করা হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম বরুড়া দেওড়া গ্রাম থেকে নওমিকে আটক করে নিয়ে যায়।

দুপুর ১২টা ৫ মিনিটে দুটি গাড়িতে করে ডিবি পুলিশের কয়েকজন সদস্য এসে উনাইসার গ্রাম থেকে সিদ্দিকুর রহমান সুরুজকে আটক করে নিয়ে যান।

কাউন্সিলর সুরুজের কন্যা ও নওমির বড় বোন বলেন, ‘দুপুরে আব্বুকে নিয়ে যাওয়ার সময় তারা বলেছেন কিছু কথা বলে ছেড়ে দেবেন। বিকেল ৫টার দিকে খবর পাঠিয়ে বাড়ি থেকে ওষুধপত্র পাঠানোর কথা বলা হয়। আমাদের এক আত্মীয় গিয়ে ওষুধ দিয়ে এসেছেন।

তিনি বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর কন্যা ও নওমি লন্ডনে একসাথে লেখাপড়া করেছে। আমাদের সেজো কাকার মেয়ের বিয়েতে তাকে (আমীর খসরু) দাওয়াত করার জন্যই নওমি ফোন করেছিল।

১০ আগস্ট বিয়ের দিন ধার্য করা হয় বলে জানান তিনি।

সূত্রঃ পরিবর্তন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker