চান্দিনা

চান্দিনা থানার এএসআই রিয়াজ জেলা শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত

চান্দিনা থানার এএসআই রিয়াজ জেলা শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত

 

।। মাসুমুর রহমান মাসুদ।।

 

কুমিল্লার চান্দিনা থানার এএসআই (নিরস্ত্র) মো. রিয়াজুল ইসলাম কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আগস্ট-২০২২ হিসেবে মনোনীত হয়েছেন। তার ওই কৃতীত্ব অর্জনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে মর্মে জেলা পুলিশের প্রশংসাপত্রও পেয়েছেন তিনি।

 

গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মশালা শেষে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তার হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম বার। এসময় জেলা পুলিশের অন্যান্য শীর্ষ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker