জাতীয়

সর্বনাশা করোনায় ক্রমশ উর্ধমূখী মৃত্যুর লেখচিত্রে যুক্ত হয়েছে আরো একটি কফিন।

আরেকটি কফিন যুক্ত হলো করোনার মৃত্যু মিছিলে

সর্বনাশা করোনায় ক্রমশ উর্ধমূখী মৃত্যুর লেখচিত্রে যুক্ত হয়েছে আরো একটি কফিন।

করোনা আক্রান্ত সহকর্মীর মৃত্যুর খবর দেওয়া কতোটা কঠিন তা লিখে বোঝানো সম্ভব নয়। প্রতিটি মৃত্যু হৃদয়ের মাঝখানে তৈরী করে চলেছে একটা একটা ক্ষতচিহ্ন। রক্ত ঝরায় অবিরাম।

সহকর্মীর বিচ্ছেদ বেদনায় নির্গত অশ্রু শোকের নীল কালি হয়ে এই লিখার প্রতিটি শব্দ পর পর সাজিয়ে সৃষ্টি করেছে পাথরচাপা কষ্টের এক একটি শোকগাথা।

বাংলাদেশ পুলিশের ৩২ তম শহীদের ক্রমিক পূর্ন হলো আরো একবার নীরব অশ্রুজলে।

এই শোকযাত্রা একজন অকুতোভয় পুলিশ সদস্যের যিনি নিজের জীবনের বিনিময়ে চেষ্টা করেছেন জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে।

পুলিশ কনস্টবল রফিকুল ইসলাম (৫৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত ছিলেন। করোনার সর্বনাশা ছোবল থেকে জনগনকে নিরাপদ রাখতে গিয়ে নিজেই আক্রান্ত হন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত এই বয়োবৃদ্ধ পুলিশ সদস্য।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশপ্রেমিক এই পুলিশ সদস্যের জন্ম ভোলার  চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে।

তোমার এই সীমাহীন আত্মত্যাগ কোটি কোটি মানুষের বেঁচে থাকার প্রেরণা হয়ে থাকবে। আমরা তোমাদের ভুলবো না।

মহান সৃষ্টিকর্তা দেশপ্রেমিক এই পুলিশ সদস্যের আত্মা চির শান্তিতে রাখুক।

 

সংবাদসূত্রঃ ডিএমপি নিউজ

ছবিঃ সংগৃহীত

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker