অপরাধ

কুমিল্লার মুরাদনগরে পৃথক ধর্ষণের ঘটনায় আটক ২

কুমিল্লার মুরাদনগরে পৃথক ধর্ষণের ঘটনায় আটক ২

মুরাদনগর প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে ১৪ বছর বয়সের প্রতিবন্ধী কিশোরীসহ ভিন্ন স্থানে ১২ বছরের ও ১৭ বছরের দুই কিশোরীকে ধর্ষণের দায়ে মহিউদ্দিন ও রুবেল হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২৩ জুন) উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় ও বৃহস্পতিবার (১৭ জুন) ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকায় এবং সোমবার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে ওই তিনটি ধর্ষণের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-পরমতলা এলাকায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন ও রহিমপুর গ্রামের কিশোরীকে ধর্ষণের ঘটনায় নওগাঁর পত্নীতলা থানার অষ্ট মাত্রাই গ্রামের আ. জলিলের ছেলে রুবেল হোসেন।
অপরদিকে জাহাপুর ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় পলাতক জেলার হোমনা উপজেলার মিরাশ গ্রামের ওসমান মিয়ার ছেলে বাদশা মিয়া।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান জানান, তিনটি ধর্ষণের ঘটনার অভিযোগের ভিত্তিতে দুইটি ঘটনার সাথে জড়িত মহিউদ্দিন ও রুবেল হোসেন নামের দুইজনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণের ঘটনায় আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker