চান্দিনা

চান্দিনা বাজারে এক রাতে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানে চুরি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

চান্দিনা উপজেলা সদরের চান্দিনা বাজারে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতের কোন এক সময়ে ওই ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, বাবুন চৌধুরী মার্কেটের স্বপ্ন পূরণ নামের একটি তৈরী  পোশাক দোকানে নগদ ৭ হাজার টাকা, প্যান্ট, গেঞ্জিসহ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়। একই মার্কেটের নাদিয়া ফ্যাশন থেকে নগদ ২২ শত টাকা, প্যান্ট ও গেঞ্জিসহ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়। অপর দিকে চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সীর মার্কেটের একটি ভ্যারাইটি ষ্টোর থেকে নগদ ৫ হাজার টাকা সহ ৭ হাজার টাকার মালামাল চুরি হয়।

 

ক্ষতিগ্রস্থ মো. সুমন মাহমুদ, মো. আলমগীর হোসেন মুন্সী ও মো. সুমন আক্ষেপ করে বলেন, ‘রাতে বাজারে নৈশ প্রহরী দায়িত্ব পালন করেন। তারপরও দোকানের সামনে দিয়ে তালা কেটে কিভাবে চুরি হয় ?’। চুরির বিষয়ে তারা চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে থানা পুলিশকে অবহিত করেন।

 

এব্যাপারে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া বলেন- ‘রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতি ও কমিউনিটি পুলিশ অঞ্চল-১ এর একটি জরুরী সভা আহবান করা হয়েছে। আমরা আইনী পদক্ষেপ নিব।’

 

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker