কুমিল্লা সদর দক্ষিণ

পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলা ও হুমকিতে গ্রাম ছাড়া

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামে পাওনা টাকা ফিরত চাইতে গিয়ে হামলার সিকার হয়েছে  সাহিদুর ইসলাম। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ঘটনার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 মামলারবিবরণে জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামে মৃত ফজলুর রহমান এর পুত্র সাহিদুররহমান (৩০) একই গ্রামের মো: আব্দুল মালেকের পুত্র মো: আব্দুল করিম (৩৮) এর কাছে গরুর মাংস বিক্রির টাকাবাবাত ২ হাজার টাকা পাওনা থাকায় তা ফিরত চায়।

 এতে মো: আব্দুল করিম ও তার ভাই মো: আব্দুল কুদ্দুস ক্ষিপ্তহয়ে সাহিদুর ইসলামের উপর অতর্কিত হামলা চালায়।

 এবং সাহিদুর ইসলামের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল সেট যার মূল ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় ও সাহিদুর ইসলামের ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুরকরে। পরে সাহিদুর ইসলামের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

 এ ঘটনায় সাহিদুর ইসলাম বাদী হয়ে কুমিল্লাসদর দক্ষিণ মডেল থানায় রামধনপুর গ্রামের মো: আব্দুল মালেক এর পুত্র মো: আব্দুল করিম (৩৮) ও মো: আব্দুলকুদ্দুস (৩০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনা তদন্ত করেন।

এ বিষয়ে মো: সাহিদুর ইসলাম জানান, এই ঘটনায় আমি থানায় মামলা করার পর থেকে করিম আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। সাইদুল আরো জানায় করিম ও কুদ্দস দুই ভাই মাদক ও অস্ত্র ব্যবসার সাথেজরিত। তাই ঘরে মাদক রেখে আমাকে ফাসানো চেষ্টা করে আসছে। আমি গরুর পালন করে জীবিকা অর্জন করি।বর্তমানে তাদের ভয়ে আমি বাড়ীতে থাকতে পারছি না। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker