চান্দিনা
চান্দিনায় ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যাবসায়ী আটক

চান্দিনায় ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যাবসায়ী আটক
রিপন আহমেদ ভূইয়া।
কুমিল্লার চান্দিনা বাস স্টেশন থেকে বাহারউদ্দিন (৫০) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।
২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চান্দিনা বাস স্টেশন থেকে কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, পিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস এর নেতৃত্বে থানার উপ – পরিদর্শক এস আই মো. গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের মাধ্যমে টাঙ্গাইল জেলার বাসাইল থানার দক্ষিণপাড়া কাঞ্চনপুর গ্রামের হাফিজ ফকিরের বাড়ির মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ বাহারউদ্দিন(৫০) কে ২ কেজি গাঁজাসহ আটক করে চান্দিনা থানা পুলিশ।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয় পরে আসামিকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।





