চান্দিনা
চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুনতাকিম আশরাফ টিটুর জন্মদিন পালন

চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুনতাকিম আশরাফ টিটুর জন্মদিন পালন
ডেস্ক রিপোর্ট।।
বর্নাঢ্য আয়োজনে কুমিল্লার চান্দিনার জোয়াগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে ৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলা লক্ষীপুর নতুন বাজার ছাত্রলীগ কার্য্যালয়ে জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল,কেক কাটা হয়।
অনুষ্ঠানে জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান হ্নদয় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস ছালাম সওদাগর।
বক্তব্যকালে আবদুস ছালাম সওদাগর জনাব মুনতাকিম আশরাফ টিটুর বর্নাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরেন।
এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জোয়াগ ইউনিয়ন আওয়ামীলগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল খান, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম আপন,চান্দিনার উপজেলা প্রজম্মলীগের সাধারন সম্পাদক আবদুল বাতেন খাঁন,উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বিজয়, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আনিছ।
সাবেক ছাত্রনেতা বোরহান তালুকদারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক-রবিউল আলম মাষ্টার।
জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আলামীন হোসেন শরীফ,সাধারন সম্পাদক জাহিদ হাসান রাকিব, দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ -সভাপতি মাহমুদুল হাসান রাসেল,ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মোবারক হোসেন, ওয়ার্ড সভাপতি বশির আহমেদ, নজরুল ইসলাম মেম্বার,আওয়ামী নেতা শাহেন শাহ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান মিনহাজ,রিপন হোসেন,সাংগঠনিক সম্পাদক মাশরাফি তামিম,সাইদুল ইসলাম,শামীম আহমেদ প্রমুখ
আলোচনা শেষে মুনতাকিম আশরাফ টিটুর পক্ষ থেকে ৭০ জন ক্ষুদে কোরআনে হাফেজদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন আবদুস ছালাম সওদাগর। পরে লক্ষীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী ও সোলায়মান জালালী মোনাজাত পরিচালনায় বিশেষ দোয়া হয়।





