দেবিদ্বার
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন
।। মো. আবদুল বাতেন।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিরূপ মন্তব্যকারী মাও. মামুনুল হকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই মানববন্ধন করে তারা।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা মানববন্ধনের মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে জানিয়ে দিতে চাই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি এই বাংলা থেকে মুছে ফেলা যাবে না।
ধর্মকে পুঁজি করে যে সকল দুষ্কৃতিকারী এদেশে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানানো হয় ওই মানববন্ধনে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক মামুনুর রশিদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শাহাদাত হোসেন মিঠু, অনিক সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, রফিকুল ইসলাম মেম্বার, গোলাম আব্বাস গনি, মো.মহিদুল ইসলাম, সালাউদ্দিন সুজন, মো.মাসুদ প্রমুখ।





