জাতীয়রাজনীতি

কুমিল্লা-৭ চান্দিনা আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী রেদোয়ান আহমেদ

কুমিল্লা-৭ চান্দিনা আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী রেদোয়ান আহমেদ

অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হয়। সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনী-১ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্যও দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির অপর নেতা মির্জা আব্বাস। ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে, আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির ভিত্তিতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনে আমরা অংশ নিচ্ছি এজন্য যে, এর মধ্য দিয়ে আমরা স্বৈরশাসনের অবসান ঘটাতে চাই; গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। হাজার হাজার গণতান্ত্রকামী নেতাকর্মীর মুক্তির দাবিতে আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমরা একটা বৈরী পরিবেশে নির্বাচন যেতে রাজ হয়েছি। আমরা এ নির্বাচনকে আন্দোলনের অংশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি দুঃখের দিনেও তার (খালেদা জিয়া) এ ফরমটি নিতে পারলাম। আমি অবিলম্বে দেশনেত্রীর মুক্তি ও তার সুস্থতা কামনা করছি।’
এদিকে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট দেশের ৩০০ আসনে তাদের প্রার্থীও চূড়ান্ত করেছেন। এখন বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
সূত্রে প্রাপ্ত কুমিল্লার ১১টি সংসদীয় আসনের বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনওয়ারী প্রার্থীরা হলেন, কুমিল্লা-১(দাউদকান্দি-হোমনা), ড. খন্দকার মোশারফ হোসেন , কুমিল্লা-২(হোমনা-তিতাস) মাহমুদ আনোয়ার কাইজার, কুমিল্লা-৩(মুরাদনগর) কাজী মজিবুল হক, কুমিল্লা-৪ দেবিদ্বার) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাক্ষণপাড়া) শওকত মাহমুদ, কুমিল্লা-৬(সদর উপজেলা ও কুসিকের ২৭টি ওয়ার্ড) হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা-৭ (চান্দিনা) এড. রেদোয়ান আহমেদ (এলডিপি),কুমিল্লা-৮(বরুড়া) জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, কুমিল্লা-১০(নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আবদুল গফুর ভুইয়া এবং কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) ডা.সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের(জামায়াত)।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker