জাতীয়

ফেসবুকে পোস্ট করে আত্মহত্যাকারী সেই চিকিৎসকের স্ত্রী আটক

দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসায় সততা না থাকলে, সে সংসারে সুখ-শান্তি কোনোটাই থাকে না। এক ছাদের নিচে এক বিছানায় সেই সঙ্গীকে জড়িয়ে থাকা জীবন হয়ে যায় বিষময়। আর সে পরিস্থিতি সামাল দিতে না পেরে অনেকে নেয় চূড়ান্ত পদক্ষেপ। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামে।ভালোবাসার স্ত্রী পরকীয়ায় মজে পরপূরুষের সাথে যৌনসুখে মত্ত দেখে আত্মঘাতী হয়েছেন মো. মোস্তফা মোরশেদ আকাশ নামে এক চিকিৎসক। পুলিশ তার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে আটক করেছে।বৃহস্পতিবার দিনগত রাতে মিতুর বাবার বাসা থেকে তাকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মিতুর বিরুদ্ধে আকাশকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার সময় নগরের চান্দগাঁও আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ডা. মো. মোস্তফা মোরশেদ আকাশের অচেতন দেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের (১৩ নম্বর ওয়ার্ড) চিকিৎসক ছিলেন ডা. আকাশ। সকালে তার ভাই নেওয়াজ মোরশেদ চান্দগাঁও আবাসিকের বি-ব্লকের ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসা থেকে গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, ইনসুলিনের সাহায্যে তিনি আত্মহত্যা করেছেন।আত্মহত্যার আগে বৃহস্পতিবার ভোর রাত ৪টা ২৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন ডা. আকাশ। সেখানে স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুর মঙ্গে পরিচয় এবং বিয়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাথে বেশ কিছু ছবিও পোস্ট করেন। স্ত্রীর সাথে অন্য একাধিক যুবকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং মোবাইলে আদান প্রদান করা কিছু টেক্সট মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেন তিনি।জানা যায়, চন্দনাইশ উপজেলার বরকল বাংলাবাজার এলাকার মৃত আবদুস সবুরের ছেলে ডা. আকাশের সঙ্গে তানজিলা চৌধুরী মিতুর পরিচয় ২০০৯ সাল থেকে। ২০১৬ সালে বিয়ে হয় তাদের।এর আগে ডা. আকাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে স্ট্যাটাস, ছবি ও ভিডিও দিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির ঘটনাবলি তুলে ধরেন। তার সর্বশেষ স্ট্যাটাস ছিল ‘ভালো থেকো তোমার প্রেমিকদের নিয়ে।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker