নারী ও শিশু

চান্দিনা ও মাধাইয়ার মধ্যবর্তী স্থানের সুরপুর ষ্টানের রোডের সাথে একটি ছেলে বাচ্চা পাওয়া গেছে

আজ সকাল ফজরের সময় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের চান্দিনা ও মাধাইয়ার মধ্যবর্তী স্থানের সুরপুর ষ্টানের রোডের সাথে আনুমানিক ১ থেকে ২ মাস বয়সের একটি ছেলে বাচ্চা পাওয়া গেছে।ছেলেটির গায়ের রং শ্যামল বর্নের।বাচ্ছাটি সম্পূর্ণ ভালো আছে।বাচ্চাটির কোন পরিচয় ছাড়াই রাস্তার ফেলে রেবে গেছে কে বা কাহারা। যদি কোন ব্যাক্তির এই বাচ্চাটি হয়ে থাকে তাহলে সত্যিকারের উপযুক্ত পরিচয় নিয়ে সুলতানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।বাচ্চাটি হেফাজতে আছে।
সবার নিকট অনুরোধ রইল এই পোষ্টটি যেন সবাই শেয়ার করা করা হয়।হয়ত এই শেয়ারের মাধ্যমে বাবুটির আসল পরিচয় মিলবে।
যোগাযোগের জন্য নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হলো-
শফিক চেয়ারম্যান- মোবাঃ 01842269666.
গিয়াসউদ্দিন মাষ্টার-মোবাঃ 01713629686.
সাখাওয়াত- মোবাঃ 01683576647.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker