দেবিদ্বার

রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয় উদ্যোগে আমাদের হ্যালো ছাত্রলীগের ‘ভালবাসার উপহার’

রাজী মোহাম্মদ ফখরুল mp উদ্যোগে আমাদের হ্যালো ছাত্রলীগের  ‘ভালবাসার উপহার’

 

মাননীয়  সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ভাইয়ের সার্বিক সহযোগিতার করোনা পজেটিভ ভাইদের পাশে ‘হ্যালো ছাত্রলীগ’। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন রকমের মৌসুমি ফল  সামগ্রী উপহার পৌছে দিলো হ্যালে ছাত্রলীগ। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দেবিদ্বারে সকল করোনা পজেটিভ মানুষের জন্য আমাদের এই প্যাকেজ। আপেল, আম, কমলা, মাল্টা,  লটকন, পেয়ারা, কলা, কালোজিরা আমড়া,লেবু সামগ্রী দিয়ে আমাদের ‘ফ্রুট প্যাকেজ’ সাঁজানো।

 

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করছি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker