দেবিদ্বার
রোটারি ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়া “অ্যাওয়ার্ড ফর ম্যানকাইন্ড ” সম্মানে ভূষিত লিটন সরকার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই মহা দূর্যোগে সামনে থেকে যুদ্ধ করে যাচ্ছেন অসম্ভব সাহসী তরুণ সরকার মোঃ লিটন। তিনি কুমিল্লা উত্তর জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য। করোনাকালিন সময়ে লাশ দাফনে এবং মানুষের জরুরী সেবা প্রদান করতে ১০১ স্বেচ্ছাসেবকলীগ টিম গঠন করে ইতিমধ্যেই সারাদেশে প্রশংসিত হয়েছেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিমের প্রসংশা করে বক্তব্য প্রদান করেন। তিনি এই সংকটময় সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু সম্প্রদায়ের এই পর্যন্ত ১৮ টি লাশ দাফন কাফন করেন। অসহায় মানুষকে নগদ অর্থ সহায়তা, খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ, করোনায় আক্রান্তদের খাদ্য, ঔষধ সরবরাহ জনসচেতনতামুলক প্রচারণা সহ নিজের মালিকানাধীন দোকানের ভাড়া মওকুফ করে মানবতার এক অনন্য নজির স্থাপন করেন। সরকার মোঃ লিটনকে করোনাকালে কল্যাণমুখী, মানবতাবাদী, জনসেবামূলক নানা মানবিক কাজের স্বীকৃতি হিসেবে রোটারি ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়া “অ্যাওয়ার্ড ফর ম্যানকাইন্ড ” সম্মানে ভূষিত করেন।
শুক্রবার ( ১০ জুলাই) কুমিল্লা রোটারি ক্লাবে তাকে সম্মানিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাবের গভর্নর ড.মোঃ বেল্লাল আহমেদ, অধ্যাপক ফারুক আহমেদ, রোটারি প্রেসিডেন্ট কাজী মোঃ জাকির হোসেন, সেক্রেটারি মোঃ বেলাল হোসেন সহ প্রমুখ।
ভালো কাজের স্বীকৃতি পেয়ে অত্যান্ত খুশি লিটন সরকার। তিনি বলেন, কাজের স্বীকৃতি প্রতিটি মানুষের দায়িত্বতে আরও বাড়িয়ে দেয়। এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে।





