কুমিল্লা সদর দক্ষিণ
AKH গ্রুপের পরিচালক আনিসুর রহমান বরুড়ায় ২০০ পিপিআই প্রধান।

AKH গ্রুপের পরিচালক আনিসুর রহমান বরুড়ায় ২০০ পিপিআই প্রধান।
কুমিল্লা বরুড়া উপজেলার উঃ খোশবাস ইউনিয়নের, কেমতুলি গ্রামের কৃতি সন্তান,এ কে এইচ গ্রুপের পরিচালক জনাব আনিসুর রহমান দেশের এই ক্রান্তিলগ্নে,বরুড়া উপজেলার জন্য দ্বিতীয় বারের মত (২০০ পিচ) পিপিই প্রধান করেছেন।
আজ ১০/০৭/২০২০ রোজ শুক্রবার কেমতুলির নিজ বাড়িতে বরুড়া উপজেলা আওয়ামিলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন লিংকন এর হাতে ২০০ পিচ পিপিই তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বরুড়া উপজেলা ছাত্রলীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ও খোশবাস ইউনিয়নের আওয়ামিলীগ ও সহযোগী অংগসংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।
বরুড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিরা জনাব আনিসুর রহমান কে ধন্যবাদ জানান এবং তাহার এমন অবদান বরুড়াবাসীর অন্তরে থাকবে জনাব আনিসুর রহমান এর সর্বাঙ্গে সাফল্য কামনা করেন।





