কুমিল্লা সদর দক্ষিণ

বরুড়ায় সড়কের ধারন ক্ষমতার চেয়ে বেশি ওজনের ট্রাক চলাচল করায় নষ্ট হচ্ছে সড়ক

বরুড়ায় সড়কের ধারন ক্ষমতার চেয়ে বেশি ওজনের ট্রাক চলাচল করায় নষ্ট হচ্ছে সড়ক

সাকিব আল হেলালঃ বরুড়ায় ৩২ টন বালু বোঝাই ড্রাম ট্রাক দিয়ে বালু নিয়ে যাচ্ছে নতুন সড়ক নির্মানের জন্য । গত ৫/৬ মাস যাবৎ বরুড়ার বিভিন্ন সড়কে এই গাড়িগুলো চলাচল করছে।সড়কের যে পরিমান ধারন ক্ষমতা আছে তার চেয়ে ২/৩ গুণ বেশি ওজন নিয়ে গাড়ি চলাচল করায় সড়কগুলো বেহাল দশা হয়ে পড়েছে।

গ্রামে এমন ভারি ওজন এর গাড়ি না এনে আরো একটু ছোট গাড়ি দিয়ে মালামাল আনা নেওয়ার কাজ করলে রাস্তা গুলো হয়তো আরও কিছু দিন ভালো থাকতে পারতো। বিষয়টি সচেতন মহলসহ বরুড়ার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ছবিটি বরুড়া চৌওরী রাস্তা থেকে তোলা

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker