চান্দিনা
চান্দিনায় জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টিকর ত্রাণ বিতরণ

চান্দিনায় জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টিকর ত্রাণ বিতরণ
। মো. আবদুল বাতেন।।পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’- এই স্লোগান নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানুষের মাঝে পুষ্টিকর ত্রাণ বিতরণ করা হয়। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ওই বিতরণ অনুষ্ঠান হয়। এসময় ৫০ জন দুঃস্থের মাঝে ওই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান, ডা. সাঈক বিন আলম, চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, মেডিকেল টেকনোলজিস্ট-ইপিআই মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





