কুমিল্লা সদর দক্ষিণ

কচুয়ায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা

মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা

কচুয়ার সাচারে এসিল্যান্ড একি মিত্র চাকমার ইউনিয়ন ভ‚মি অফিস ও বটতলা মার্কেট পরিদর্শন !

………

বিশেষ প্রতিনিধি :

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার দক্ষিন বাজারে অবস্থিত ইউনিয়ন ভ‚মি অফিসের নতুন নির্মানাধীন ওয়াল বাউন্ডারি নির্মান কাজের পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।

সম্প্রতি সাচার ইউনিয়ন ভ‚মি অফিসের দক্ষিন অংশের ওয়াল বাউন্ডারীর কাজে একটি প্রভাবশালী মহল কর্তৃক চলাচলের পথ দাবী করে ওয়াল নির্মান কাজে বাধা দেয়ার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা গতকাল বুধবার ইউনিয়ন ভ‚মি ও বটতলা পুড়া মার্কেটের কাজ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। এক্ষেত্রে কেউ সরকারি সম্পত্তি দখল কিংবা কাজে বাধা দেয়ার চেষ্টা করলে আমরা প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। সম্প্রতি সাচার মধ্য বাজারের বটতলা মার্কেট পুড়ে যাওয়ার ঘটনায় লীজে জায়গা লীজের জায়গায় বর্তমানে বিল্লাল হোসেন,শাহজাহান,ফজলুল হক ও হানিফ গংরা বহুতল ভবন নির্মান চেষ্টা করার বিষয়ে তিনি বলেন, লীজকৃত জায়গায় কোনো ভাবেই  ছাদ দেয়া যাবে না। কেউ ছাদ দেয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কঠোর হুশিয়ারি দেন। একই দিনে তিনি মহামারী করোনা পরিস্থিতিতে মাস্ক না থাকায় ব্যবসায়ীসহ ৩ জনকে ২শ টাকা করে জরিমানা করেন এবং অযথা বাইরে কিংবা বাজারে ঘুরাফেরা না করতে তাদের প্রতি আহŸান জানান।

এসময় উপজেলা সার্ভেয়ার তানিয়া আক্তার, সাচার ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা মো: নুরুল ইসলাম সোহাগ,সাচার পুলিশ ফাঁড়ির এএসআই মো: শফিকুল ইসলাম সফি,অফিস সহকারী মো: জাহাঙ্গীর আলম,সাচার ভ‚মি অফিসের বাউন্ডারী কাজের ঠিকাদার মো: শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

কচুয়া: কচুয়ার সাচার বাজারে ইউনিয়ন ভ‚মি অফিসের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের খোজখবর নিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।

সূত্র কচুয়ার প্্রতিদিন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker