জাতীয়

এম এস গ্রুপের চেয়ারম্যান এম জামান করোনা প্রতিরোধে করনীয় কিছু পরামর্শ।

এম এস গ্রুপের চেয়ারম্যান এম জামান করোনা প্রতিরোধে করনীয় কিছু পরামর্শ।

নিউজ ডেক্সঃ ঢাকা প্রতিনিধি। কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজ সেবক সৎ নিষ্ঠাবান বিশিষ্ট ব্যাবসায়ী এম এস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম জামান দেশ বিদেশের ও জোয়াগ ইউনিয়নের জনগণের দৃষ্টি আকর্ষণ করে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় কিছু পরামর্শ নিম্মে পাঠকদের জন্য তূলে ধরা হল।

◼️ জনবহুল এলাকা পরিহার করুন।

◼️ অতিপ্রয়োজন ব্যতীত বাহিরে ঘুরাফেরা বন্ধ করুন।

◼️ নিজের ছেলেমেয়েদের ঘরে থাকতে বলুন।

◼️ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

◼️ বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন।

◼️ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

◼️ জ্বর সর্দি কাশি ঠান্ডা জনিত সমস্যা হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং মাস্ক ব্যবহার করুন।

◼️ নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করুন।

◼️ মনে রাখবেন এই দেশটা আমার ‌আপনার আমাদের সকলের। এই বিপদের মুহূর্তে পরিষ্কার পরিছন্নতা যেমন দরকার , ঠিক তেমনি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের সবাইকে এই মরণব্যাধি রোগ থেকে হেফাজত করেন। আমিন।আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ভরসা রাখুন আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য!!!ঘরে থাকুন সুস্থ থাকুন

Close